English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:০৮

যুক্তরাষ্ট্রে ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে নিহত ১

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি ক্লিনিকে এক বন্দুকধারী বৃদ্ধের গুলিতে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেগরি পল উলরিচ নামে ৬৭ বছরের ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে আহত পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন বলে হেনেনিপিন কাউন্টি মেডিকেল সেন্টারের মুখপাত্র ক্রিস্টিন হিল জানিয়েছেন।

হতাহতরা অ্যালিনা হেলথকেয়ার ক্লিনিকের রোগী না কর্মী তা এখনও জানা যায়নি।  কর্মকর্তারা জানান, বন্দুকধারী ক্লিনিক কর্তৃপক্ষের অত্যন্ত পরিচিত ছিলেন।   সূত্র: রয়টার্স