English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩৫

চলছে তুরস্ক ও পাকিস্তানের যৌথ সামরিক মহড়া

অনলাইন ডেস্ক
চলছে তুরস্ক ও পাকিস্তানের যৌথ সামরিক মহড়া

তুরস্ক ও পাকিস্তান যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে শুরু হয় মহড়াটি। চলবে তিন সপ্তাহ ধরে। মহড়ায় তুর্কি স্পেশাল ফোর্স ও পাকিস্তান সেনাবাহিনীর এলিট স্পেশাল সার্ভিসেস গ্রুপ অংশ নিয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশের তারবেলায় সেনাবাহিনীর বিশেষ শাখার প্রধান কার্যালয়ে আতার্তুক-এক্সআই-২০২১ মহড়ার উদ্বোধন অনুষ্ঠান হয়।

মহড়ায় কাউন্টার টেরোরিজম, ক্লোজ কোয়ার্টার ব্যাটল, কর্ডন অ্যান্ড সার্চ, র‌্যাপেলিং, ফায়ার অ্যান্ড মুভ টেকনিকস, হেলিকপ্টার র‌্যাপেলিং, কম্পাউন্ড ক্লিয়ারেন্স, হোস্টেজ অ্যান্ড রেসকিউসহ আরো বেশ কয়েকটি প্রশিক্ষণে অংশ নেবেন দুই দেশের সেনারা। ‘যৌথ সামরিক মহড়া ভ্রাতৃত্বপূর্ণ দুই দেশের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সহায়তা করবে’,- বলা হয় বিবৃতিতে।

সূত্র: আনদুলু এজেন্সি