English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:০৩

উত্তাল মিয়ানমার; দশকের বড় বিক্ষোভ

অনলাইন ডেস্ক
উত্তাল মিয়ানমার; দশকের বড় বিক্ষোভ

অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে উত্তেজনা বিরাজ করছে। এবার দেশজুড়ে রাস্তায় আন্দোলনে নেমেছে দেশটির শ্রমিকরা। তাদের দাবি, সু চিসহ আটক নেতাদের মুক্তি দিতে হবে। সেইসঙ্গে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গন এবং মান্দালায় জড়ো হয়েছেন। এদিকে দেশটির রাজধানী নেপিডোতে জল কামান মোতায়েন করা হয়েছে।

এই বিক্ষোভকে দেশটির এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলা হচ্ছে। বিবিসির বার্মিজের খবরে বলা হয়েছে, সোমবার সকালে নেপিডোতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এছাড়া দেশজুড়ে বিভিন্ন শহরে উল্লেখযোগ্য মানুষ বিক্ষোভে নেমেছে।

বিক্ষোভে দেশটির শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং সরকারি চাকরিজীবীরাও অংশ নিয়েছে। প্রায় এক হাজার শিক্ষক ইয়াঙ্গনে মার্চে নেমেছে।

সূত্র: বিবিসি