English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২১ ২২:১৮

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আন্তর্জাতিক স্তরে পরিণাম ভুগতে হবে চীনকে

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আন্তর্জাতিক স্তরে পরিণাম ভুগতে হবে চীনকে

মার্কিন ‍যুক্তরাষ্ট্র চীনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মুখ খুললো। দেশটির শিনজিয়াং প্রদেশ, তিব্বত এবং হংকংয়ের পরিস্থিতি নিয়ে চীনা শীর্ষ কূটনীতিবিদ ইয়াং জিয়েচির কাছে নিজেদের অবস্থান জানায় মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টোনি ব্লিংকেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতাবস্থায় নষ্ট হলে ও কোনওরকম আশঙ্কা দেখলেই বেইজিংকে তার দায় নিতে হবে। তাইওয়ান উপকূল পর্যন্ত নজর রাখছে আমেরিকা। আন্তর্জাতিক স্তরে পরিণাম ভুগতে হবে চীনকে। 

তার ভাষ্য, আমেরিকা জাতীয় স্বার্থ রক্ষা করবে, গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দাঁড়াবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হলে বেজিংকে ছেড়ে কথা বলবে না ওয়াশিংটন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।