English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫৩

ইয়েমেন যুদ্ধে সৌদি সমর্থনের ইতি ঘটালেন বাইডেন

অনলাইন ডেস্ক
ইয়েমেন যুদ্ধে সৌদি সমর্থনের ইতি ঘটালেন বাইডেন

ট্রাম্পের উত্তেজনাপূর্ণ চার বছর পার হওয়ার পর কূটনৈতিক নীতিতে নতুন করে আলোকপাত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র বিষয়গুলো নিয়ে নিজের প্রথম ভাষণে জার্মানি থেকে মার্কিন সেনাদের সরিয়ে আনতে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাও স্থগিত করে দেন তিনি।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দুই সপ্তাহ পর গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

ইতিমধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ইয়েমেনে ধ্বংসাত্মক যুদ্ধে সৌদি আরবকে সমর্থনের ইতি ঘটিয়েছেন। এছাড়াও, চীন ও রাশিয়ার কর্তৃত্ববাদী হুমকির’ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে আমেরিকান পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন করতে পারেন তিনি।