English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:২১

ট্রাম্পের নীতিকে পাত্তা দিল না বাইডেন, বেকায়দায় সৌদি

অনলাইন ডেস্ক
ট্রাম্পের নীতিকে পাত্তা দিল না বাইডেন, বেকায়দায় সৌদি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে এ ঘোষণা দেন বাইডেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে অভিভাবকহীন হয়ে পড়ার আশঙ্কায় বেকায়দায় সৌদি আরব।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে পাত্তা না দিয়ে বাইডেন উল্টো ঘোষণা দিয়ে বলেন, ‘এই যুদ্ধের ইতি টানতে হবে। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ইয়েমেন যুদ্ধে অস্ত্র বিক্রিসহ আমেরিকার সব ধরনের সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিচ্ছি।’ অবশ্য সৌদি আরবের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।

এর ফলে গত ছয় বছর ধরে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে যে সামরিক ও গোয়েন্দা সহায়তা পেত তা বন্ধ হয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে। তাদের উপর বিমান হামলাসহ নানা নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্র : পার্সটুডে।