English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৫৪

বিদেশি নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
বিদেশি নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

আগামী ৭ ফেব্রুয়ারী থেকে দুই সপ্তাহের জন্য কুয়েতে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুয়েতে করোনার বিস্তার ঠেকাতে এবং নতুন স্ট্রেইনের করোনাভাইরাস যাতে দেশটিতে না ঢুকতে পারে এ জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। কুয়েতি মন্ত্রিসভা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কুয়েতি নাগরিকদের প্রথম-স্তরের আত্মীয়-স্বজন যেমন অভিভাবক ও সন্তান এবং তাদের গৃহকর্মীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। তবে যারাই প্রবেশ করবে, তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া রাত ৮টার মধ্যে ব্যায়ামাগার, সেলুন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফার্মেসি, সুপারমার্কেট ও অন্যান্য খাবারের দোকান এর আওতায় থাকবে না। জাতীয় ছুটির দিন গুলোতে যেকোন ধরনের গণজামায়েত, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।