English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৪৮

পুড়িয়ে ফেলা হচ্ছে দেড় কোটি মৌমাছি!

অনলাইন ডেস্ক
পুড়িয়ে ফেলা হচ্ছে দেড় কোটি মৌমাছি!

ব্রিটেনের একজন মৌমাছিপালক প্যাট্রিক মার্ফি। কিন্তু হঠাৎই মৌমাছিকে কেন্দ্র করে ঝামেলায় পড়েছেন তিনি। প্যাট্রিক মার্ফি দেড় কোটি শিশুমৌমাছি আনাচ্ছিলেন। কিন্তু দেশটির প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছে, ব্রেক্সিট-পরবর্তী নিয়মকানুনের জেরে ওই মৌমাছিদের বাজেয়াপ্ত করা হবে এবং পুড়িয়ে ফেলা হবে।

জানা গেছে, প্যাট্রিক মার্ফি পরাগসংযোগে সাহায্য করে ব্রিটিশ কৃষকদের সুবিধার্থে ওই ইটালিয়ান শিশুমৌমাছি আমদানি করছিলেন।

প্রসঙ্গত, ব্রেক্সিট-পরবর্তী কিছু বিশেষ ধরনের মৌমাছি আমদানির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে গ্রেট ব্রিটেনে। নতুন নিয়মে সেখানে শুধু রানি মৌমাছিই আমদানি করা যায়। মৌমাছিদের কোনও colonies and packages আমদানি করা যায় না।