English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:২১

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে লক্ষ্মণ নামে এক ভারতীয় সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাজৌরির নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) এ ঘটনা ঘটে বলে। খবর এনডিটিভি।  

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত খবরে বলা হয়েছে, নিহত ওই সেনাসদস্য রাজস্থানের যোধপুরের বাসিন্দা।  

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিনা উসকানিতে গুলি চালাতে থাকে পাকিস্তানি বাহিনী। এ সময় পাক সেনাদের গুলিতে মারাত্মক আহত হন লক্ষ্মণ। পরে অতিরিক্ত রক্তপাতের কারণে তিনি মারা যান।  তবে, এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।