English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:২০

‘মধ্যপ্রাচ্যে মার্কিনিদের উপস্থিতির অবসানই সোলাইমানি হত্যার বড় প্রতিশোধ’

অনলাইন ডেস্ক
‘মধ্যপ্রাচ্যে মার্কিনিদের উপস্থিতির অবসানই সোলাইমানি হত্যার বড় প্রতিশোধ’

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতির অবসানই হবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যন্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের সবচেয়ে বড় জবাব বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

গতকাল বুধবার ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি। জাওয়াদ জারিফ এসময় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ইরাকের আদালত যে নির্দেশ দিয়েছেন তারও প্রশংসা করেন।

জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ইরাক সরকারের প্রচেষ্টারও প্রশংসা করেন। জারিফ আশা করেন, জেনারেল সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেণ্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং নির্দেশ বাস্তবায়নকারীদের শাস্তি নিশ্চিত হবে। সূত্র : পার্সটুডে।