English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৩৯

নারীবিদ্বেষী মন্তব্য করে ক্ষমা চাইলেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান

অনলাইন ডেস্ক
নারীবিদ্বেষী মন্তব্য করে ক্ষমা চাইলেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান

নারীবিদ্বেষী মন্তব্য করে বিপাকে পড়েছেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি (৮৩)। তার পদত্যাগের দাবিও উঠেছে। মোরি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তবে জানিয়েছেন, পদত্যাগের কোনো পরিকল্পনা তার নেই।

সাবেক জাপানি প্রধানমন্ত্রী মোরি বলেছিলেন, নারীরা বেশি কথা বলে। নারী বোর্ড ডিরেক্টরের সঙ্গে আলোচনা শেষ করতেও বেশি সময় লাগে।

জাপানিজ অলিম্পিক কমিটির বৈঠকে কথা বলছিলেন মোরি।  এ কমিটি মূলত জাপানি অলিম্পিয়ান বাছাই করে। কমিটিতে বর্তমানে ২৪ জন মেম্বার, এর মধ্যে ৫ জন নারী। এ কমিটি ২০১৯ সালে বোর্ড ডিরেক্টরের মধ্যে ৪০ শতাংশ নারী বোর্ড ডিরেক্টর রাখার উদ্যোগ নেয়। আশাহি শিম্বুন মোরির বক্তব্য প্রকাশ করেছে এভাবে, আমরা যদি নারী বোর্ড ডিরেক্টরের সংখ্যা বাড়াই তাহলে তাদের কথা বলার সময় বেঁধে দিতে হবে। তারা আলোচনা শেষ করতে পারে না, যেটা বিরক্তিকর।

মোরি তার এমন বক্তব্যের জন্য স্ত্রীর কাছে ঝাড়ি খেয়েছেন। মেয়ে ও নাতনিরাও তাকে বকা-ঝকা করেছেন বলে জানিয়েছেন মোরি।

সূত্র: বিবিসি