English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০৮

আবারও ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট

অনলাইন ডেস্ক
আবারও ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট

আবারও ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট। টেক্সাসে রকেটের পরীক্ষা সফল হলো না। রকেট ঠিকভাবে যাত্রা শুরু করেও ল্যান্ডিংয়ের সময় আগুন লেগে ভেঙে পড়ল।

রকেটটি চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার আশা করেছিল স্পেসএক্স। গত ডিসেম্বরেও ঠিক এভাবেই স্পেসএক্সের রকেট ভেঙে পড়ে।সেবার রকেটটি সব মিলিয়ে সাড়ে ৬ মিনিট চালু ছিল।

এবার স্টারশিপ এসএন ৯ রকেটটি মঙ্গলবার ৬.২ মাইল বা ১০ কিলোমিটার উপরে উঠেছিল। কিন্তু মাত্র ৬ মিনিট ২৬ সেকেন্ড চালু ছিল। সূত্র: আল-জাজিরা