English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:০৯

সেনা অভ্যুত্থানের প্রতিবাদ জানালেন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক
সেনা অভ্যুত্থানের প্রতিবাদ জানালেন চিকিৎসকরা

সেনা অভ্যুত্থানের প্রতিবাদ জানিয়েছেন মিয়ানমারের চিকিৎসা কর্মীরা। বুধবার বিপুল সংখ্যক সরকারি হাসপাতালের কর্মী কাজ বন্ধ রেখে কিংবা লাল ফিতা পরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

সোমবার অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ২০২০ সালের ৮ নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতের অভিযোগ নিয়ে এনে ফল প্রত্যাখ্যান করেছিল সেনাবাহিনী। এ নিয়ে সরকারের সঙ্গে বিবাদের জের ধরে গত সপ্তাহেই অভ্যুত্থানের হুমকি দেওয়া হয়েছিল। নির্বাচনে বিজয়ী ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সু চিসহ তার দলের নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

অভ্যুত্থানের দুদিন পর বুধবার প্রথমবারের মতো বেসামরিক পর্যায়ে প্রতিবাদ জানানো হয়েছে। এর নেতৃত্বে ছিলেন চিকিৎসকরা।

নবগঠিত মিয়ানমার সিভিল ডিজওবিডিয়েন্স মুভমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ৩০টি শহরের ৭০টি হাসপাতাল ও মেডিকেল বিভাগের চিকিৎসকরা বিক্ষোভে অংশ নিয়েছেন। তাদের দাবি, করোনা মহামারিকালে সেনাবাহিনী তাদের স্বার্থকে জনগণের কষ্টের ওপর স্থান দিয়েছে।

কর্মবিরতিতে যাওয়া চিকিৎসক মাইয়ো মাইয়ো মন বলেন, ‘আমরা সত্যিকারার্থে এটি গ্রহণ করতে পারি না। আমরা এটা মজবুতভাবে করব, আমরা এটি অহিংস পদ্ধতিতে করব...এটি আমাদের স্টেট কাউন্সিলরের আকাঙ্খার পথ।’