English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫৬

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: জাতিসংঘের নিন্দা প্রস্তাবে চীনের ভেটো

অনলাইন ডেস্ক
মিয়ানমারে সেনা অভ্যুত্থান: জাতিসংঘের নিন্দা প্রস্তাবে চীনের ভেটো

মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন।

সোমবার ক্ষমতাসীন দল-এনএলডি নেত্রী অং সান সু চি-সহ শীর্ষ রাজনীতিকদের গ্রেফতারের পর সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী। এরপর সেখানে আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

অভ্যুত্থানের পর একটি নতুন সুপ্রিম কাউন্সিল গঠন করেছে মিয়ানমারের সেনা কর্মকর্তারা, যে কাউন্সিলের অধীস্থ হয়ে থাকবে মন্ত্রিসভা। গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের ঘটনায় মঙ্গলবার এক জরুরি বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু চীনের বিরোধিতার কারণে যৌথ বিবৃতিতে দিতে ব্যর্থ হয় জাতিসংঘ। সূত্র: বিবিসি