English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫৪

রিহানার পর এবার ভারতের কৃষক আন্দোলনে সমর্থন গ্রেটা থানবার্গের

অনলাইন ডেস্ক
রিহানার পর এবার ভারতের কৃষক আন্দোলনে সমর্থন গ্রেটা থানবার্গের

রিহানার পর গ্রেটা থানবার্গ। ভারতীয় কৃষকদের সমর্থনে এবার এগিয়ে এলেন এই পরিবেশকর্মীও। বুধবার দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে শামিল কৃষকদের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন তিনি। টুইটারে থানবার্গ লিখেছেন, “ভারতে কৃষকদের প্রতিবাদকে আমরা সমর্থন জানাচ্ছি।” এরপর তিনি #FarmersProtest হ্যাশট্যাগও দেন তার পোস্টে। 

থানবার্গ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছেন তার পোস্টে। দিল্লি সীমান্তে তিনটি প্রতিবাদ স্থলে সরকার যে ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দিয়েছে, এটি তারই রিপোর্ট। বিক্ষোভ ব্যর্থ করার জন্য নরেন্দ্র মোদী প্রশাসনের এই অনুকূল কৌশলের বিরোধিতা করেছেন গ্রেটা থানবার্গ।

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের সহিংসতার পর হরিয়ানার কয়েকটি জেলায় ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়।  এর আগে টুইট করে কৃষকদের প্রতি সমর্থন জানিয়েছিলেন মার্কিন গায়িকা রিহানা।

নিজের টুইটে রিহানা লিখেছিলেন, “আমরা এ নিয়ে কেন কথা বলছি না?”

প্রসঙ্গত, দিল্লির বিভিন্ন সীমানায় বসে থাকা কৃষকরা কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে ৬ ফেব্রুয়ারি পুরো দেশে চাক্কা জ্যামের হুঁশিয়ারি দিয়েছে। ট্র্যাকটর মিছিলে করা ভুল আর করতে চাইছে না পুলিশ। সম্ভবত এই কারণেই পুলিশ গাজীপুর সীমান্তকে দুর্গে পরিণত করেছে। কৃষকদের রুখতে যথাসম্ভব চেষ্টা করেছ পুলিশ। হাইওয়েতে দুটি কংক্রিটের ব্যারিয়ারের মাঝের জায়গা সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে। কাঁটাতার তো দেওয়া হয়েছে, সেইসঙ্গে লোহার পেরেকও রাস্তায় বসানো হয়েছে যাতে কৃষকরা যদি ট্র্যাক্টর নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তাদের টায়ার পাংচার হয়ে যায়।

সুরক্ষা ঠিক কতটা মজবুত করা হয়েছে তা খুব সহজেই অনুমেয়। হাইওয়ের নীচে যে জঙ্গলে ভরা রাস্তা থাকে সেখানেও কাটাতারের বেড়া দেওয়া হয়েছে। পুলিশ ও আরএএফ দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ থেকে চলাচলের রাস্তায় জায়গায় জায়গায় ক্যাম্প করছে। শুধু ফ্লাইওভার নয়, নীচের রাস্তাও পুরোপুরি অবরুদ্ধ করা হয়েছে। পুলিশ, মিডিয়া, জরুরি পরিসেবা সম্পর্কিত যানবাহন, কাউকে এসব রুটে যাওয়ার অনুমতি নেই। আন্দোলনকারীরা যাতে কোনওভাবেই হাইওয়ের এই ব্যারিকেড না ভাঙতে পারে তার জন্য ব্যারিকেডের গায়ে লোহার অ্যাঙ্গেল বসানো হয়েছে। সূত্র: কলকাতা২৪