English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১৫

এক বছরের জন্য মিয়ানমারের নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
এক বছরের জন্য মিয়ানমারের নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী

মিয়ানমারের সেনাবাহিনী আগামী এক বছরের জন্য দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। দেশটির সেনা নিয়ন্ত্রিত টিভি চ্যানেল মিয়াওয়াদ্দি নিউজ’র বরাত এই খবর দিয়েছে আল-জাজিরা।

এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রপতি উইন মিনত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করে সেনাবাহিনী। পাশাপাশি ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।   সেনা নিয়ন্ত্রিত টিভি চ্যানেল মিয়াওয়াদ্দি নিউজ আরও জানিয়েছে, প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইন চিফ মিন অং হ্লাইং জরুরি অবস্থাকালে মিয়ানমারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মূলত দেশটির সামরিক বাহিনী গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগে এই অভিযান পরিচালনা করে। তাদের দাবি ৮.৬ মিলিয়ন ভোট জালিয়াতির ঘটনা ঘটে সেই নির্বাচনে।