English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২১ ১৯:১২

ইরান বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাজিত করেছে: ড. রুহানি

অনলাইন ডেস্ক
ইরান বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাজিত করেছে: ড. রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানি জাতি ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাস্ত করেছে।

আজ শনিবার ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে তিনি বলেন, ইরানি জাতি দেশ থেকে শাহ, আমেরিকা ও অন্য সব সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করেছে।

তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে ধর্ম ভিত্তিক জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই মহান বিপ্লবের মাধ্যমেই। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইমাম খোমেনী (রহ.)’র নেতৃত্বে ইসলামী বিপ্লব সফল হয়। এর দশ দিন আগে পহেলা ফেব্রুয়ারি নির্বাসন থেকে দেশে ফেরেন ইমাম খোমেনী (রহ)। ইরানে প্রতিবছর এই সময়টাকে আলোকউজ্জ্বল দশ প্রভাত হিসেবে পালিত করা হয়। আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।

ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে সারা ইরান আলোকউজ্জ্বল দশ প্রভাতের অনুষ্ঠানমালা শুরু হয়েছে।