English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০২১ ১৬:১৩

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে

অনলাইন ডেস্ক
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে

করোনাভাইরাসের নতুন রূপ বিস্তারের মধ্য দিয়েই গত বছর শুরু হওয়া এই মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দশ কোটি পেরিয়ে গেলো। বুধবার বার্তা সংস্থা রয়টার্স তাদের নিজস্ব পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির হিসাব অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১ দশমিক ৩ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত। এদের মধ্যে  মারা গেছে ২১ লাখ মানুষ। চলতি বছরের প্রথম থেকে প্রতিদিন গড়ে এক জন মানুষ প্রতি ৭ দশমিক ৭ সেকেন্ডে করোনায় আক্রান্ত হচ্ছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর প্রতিদিন ছয় লাখ ৬৮ হাজার ২৫০ জনের করোনা শনাক্ত হচ্ছে। একই সময় বৈশ্বিক মৃত্যুর হার ২ দশমিক ১৫ শতাংশ। করোনার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্য। করোনায় আক্রান্তদের অর্ধেকের বেশি মানুষই এই পাঁচটি দেশের।

করোনার প্রাদুর্ভাবের পর আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি পেরুতে সময় লেগেছিল ১১ মাস। এর পরের তিন মাসে সংক্রমণের মাত্রা দ্রুত বাড়ায় আক্রান্তের সংখ্যা আরও পাঁচ কোটি বেড়েছে।

২০২০ সালের ডিসেম্বরে করোনার টিকা দেওয়া শুরু হয়। ইতোমধ্যে ৫৬টি দেশে টিকাদান কার্যক্রম চলছে।