English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০২১ ১০:০০

মেক্সিকোতে ভয়াবহ করোনা, একদিনে ১৪৭০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
মেক্সিকোতে ভয়াবহ করোনা, একদিনে ১৪৭০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোতে শনিবার একদিনে ১৪৭০ জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫৭ জন। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪ জন। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৫২ হাজার ৩৪৭ জন।  

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায় বলে জানিয়েছে রয়টার্স। দেশটিতে এ ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬ হাজার ১৩৮ জন। ওয়ার্ল্ডোমিটারে তথ্যমতে বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটি ১৩ নম্বরে রয়েছে। তবে এখন দেশটিতে এ ভাইরাসের সংক্রমণ বাড়ছে।