English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২১ ১০:৪৮

‘সর্বাত্মক চেষ্টা করেও ইরানের তেল রফতানি বন্ধ করতে পারেনি ট্রাম্প প্রশাসন’

অনলাইন ডেস্ক
‘সর্বাত্মক চেষ্টা করেও ইরানের তেল রফতানি বন্ধ করতে পারেনি ট্রাম্প প্রশাসন’

ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েও ইরানের তেল রফতানিকে শূন্যের কোঠায় নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। 

তিনি শনিবার তেহরানে তেল, গ্যাস ও পেট্রোক্যামিকেল বিষয়ক মেলার ২৫তম মেলার উদ্বোধনি অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা বহুবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, তারা ইরানের তেল রফতানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান। জাঙ্গানে বলেন, কিন্তু তেল রফতানি তো শূন্যে নামাতে পারেনি উল্টো ট্রাম্পের শাসনামলে ইরান এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ তেলজাত পণ্য রফতানি করেছে। ইরানের তেলমন্ত্রী বলেন, তার দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে ইরানের তেল রফতানি অব্যাহত থাকে এবং এক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির সর্বোচ্চ মার্কিন প্রচেষ্টা সত্ত্বেও তেল রফতানির এ কাজে কোনও বিঘ্ন সৃষ্টি হয়নি।

ইরানের তেল উত্তোলন ও রফতানি করার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও যন্ত্রপাতির শতকরা ৭০ ভাগ ইরানেই উৎপাদিত হয় বলেও জানান তেলমন্ত্রী জাঙ্গানে।

ইরানের তেল, গ্যাস ও পেট্রোক্যামিকেল বিষয়ক ২৫তম আন্তর্জাতিক মেলা শুক্রবার তেহরানের স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমপ্লেক্সে শুরু হয়েছে।