English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০২১ ১৮:২৮

ভূগর্ভে আটকে আছেন ২ সপ্তাহ, উদ্ধারে লাগবে আরও ২ সপ্তাহ

অনলাইন ডেস্ক
ভূগর্ভে আটকে আছেন ২ সপ্তাহ, উদ্ধারে লাগবে আরও ২ সপ্তাহ

প্রায় দুই সপ্তাহ ধরে চীনের এক স্বর্ণ খনিতে আটকে আছেন ২১ শ্রমিক। এই শ্রমিকদের উদ্ধার করতে আরও ১৫ দিন লাগবে বলে বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে।

শানডং প্রদেশের হুশান স্বর্ণ খনিতে একটি বিস্ফোরণের পর আটকা পড়েন ২২ শ্রমিক। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। ১১ জনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। খনির প্রবেশ পথে বড় আকারের ছিদ্র করে তাদের কাছে খাদ্য ও পানীয় পাঠানো হয়েছে। বাকী ১০ শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।

১১ জনের দলটি জানিয়েছে, তাদের অবস্থান থেকে ১০০ মিটার নিচে থাকা এক শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। 

উদ্ধারকারীরা বৃহস্পতিবার থেকে খনির প্রবেশ মুখে নতুন করে খাঁজ কাটতে শুরু করেছে। প্রবেশমুখ থেকে আটকে পড়া শ্রমিকদের অবস্থান ৬০০ মিটার নিচে। 

এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।

সংবাদ সম্মেলনে ইয়ানতাই প্রচার বিভাগের উপপ্রধান গং হাইতাও জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকের কাছে পৌঁছতে আরও ১৫ দিন লাগতে পারে। প্রবেশমুখের ৩৫০ মিটার নিচে যে প্রতিবন্ধক রয়েছে সেটি তাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়াবহ।