English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০২১ ১৪:৩১

সিনেট থেকে আজ পদত্যাগ করছেন কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক
সিনেট থেকে আজ পদত্যাগ করছেন কমলা হ্যারিস

কমলা হ্যারিস, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাসের নাম। দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আসছে ২০ জানুয়ারি (বুধবার) নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শপথ নেবেন কমলা হ্যারিস। এ জন্য আজ সোমবার নিজের সিনেট আসন থেকে পদত্যাগ করছেন তিনি। খবর সিএনএন, আল-জাজিরা ও ডেনভোর পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, কমালা হ্যারিস একাধারে একজন বর্ষীয়ান অধিকারকর্মী, একজন আইনজীবী এবং একজন রাজনীতিক। সেই সঙ্গে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট পদবী। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান বংশোদ্ভূত মার্কিন নারী- যিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার একজন জুনিয়র সিনেটর নির্বাচিত হওয়ার চার বছর পরে সোমবার তিনি সেই আসন থেকে পদত্যাগ করছেন।