English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২১ ১৪:০৯

বোকামি ও দুর্ব্যবহারে বিশ্বে যাদের এক নম্বর বললেন কিমের বোন

অনলাইন ডেস্ক
বোকামি ও দুর্ব্যবহারে বিশ্বে যাদের এক নম্বর বললেন কিমের বোন

দক্ষিণ কোরিয়ার উপর বেজায় চটেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং। তিনি বোকামি এবং দুর্ব্যবহারের ক্ষেত্রে বিশ্বে এক নম্বর বলেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারাদের। 

তিনি আরও বলেন, আমরা রাজধানীতে কেবল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছি। কাউকে লক্ষ্যবস্তু করে কুচকাওয়াজ হচ্ছে না। অথবা সামরিক অনুশীলন হচ্ছে না।’

জানা গেছে, উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সামরিক কুচকাওয়াজ নিয়ে নজরদারি করায় দক্ষিণ কোরিয়াকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে কিমের বোন একথা বলেন। এর আগে, গত সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিম ইল সাং স্কয়ারে ক্ষমতাসীন দল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে বলে দাবি করে। 

এমন দাবি প্রকাশ্যে আসতেই দক্ষিণ কোরিয়ার খেপে যান কিমের বোন ও উপদেষ্টা কিম ইয়ো জং। তিনি দক্ষিণ কোরিয়ার আচরণকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। সূত্র : সিএনএন।