English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২১ ০৯:৫৪

সিরিয়ায় দফায় দফায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭

অনলাইন ডেস্ক
সিরিয়ায় দফায় দফায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭

সিরীয় ভূখন্ডে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটেনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, সিরিয়া-ইরাকের সীমান্তবর্তী এলাকায় ২০ বারের বেশি বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জন। দেশটির পূর্বাঞ্চলে ইরানপন্থী যোদ্ধাদের অস্ত্রের গুদামসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বুধবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ায় গত দুই বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ হামলায় ১০ সিরীয় সেনা এবং তাদের মিত্র ৪৭ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। এখনও নিশ্চিত নয় নিহত বিদেশিদের জাতীয়তা।