English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ১২:২৮

ভোগের প্রচ্ছদে কমলা হ্যারিস, অসম্মানজনক দাবি নেটিজেনদের

অনলাইন ডেস্ক
ভোগের প্রচ্ছদে কমলা হ্যারিস, অসম্মানজনক দাবি নেটিজেনদের

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফেব্রুয়ারি সংস্করণে তাকে নিয়েই প্রচ্ছদ করেছে মার্কিন সাময়িকী ভোগ। আর এটিকে 'অসম্মানজনক' বলে দাবি করেছে অনেকে। প্রচ্ছদে কমলাকে যেভাবে উত্থাপন করা হয়েছে তা অত্যন্ত সাদামাটা বলেও আখ্যা দেওয়া হচ্ছে।

কমলা হ্যারিস শ্বেতাঙ্গ নন। কিন্তু ভোগের প্রচ্ছদে তার গায়ের রঙ উজ্জ্বলভাবে দেখানো হয়েছে। আর এতে অনেকেই বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন। 

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন কমলা। প্রচ্ছদে তিনি নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরেছেন। এ ফটোশুটে তোলা কমলার দুটি ছবি সামনে এসেছে। সাময়িকীর ভেতরে তার আরও ক্যাজুয়াল ছবি প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।