English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ০৯:৪৮

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

অনলাইন ডেস্ক
ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

দিন দিন ভূমিকম্প প্রবণ ভূখন্ডে পরিণত হচ্ছে ভূ-স্বর্গ। গত ডিসেম্বর থেকে বারবার ভূমিকম্প হয়েছে জম্মু-কাশ্মীর। গতকাল সোমবার ফের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা ৩২ মিনিটে শক্তিশালী কম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরের কিস্তোয়ার ও উধমপুর জেলায়। 

জানা গেছে, উপত্যকার কাটরা এলাকার উত্তর-পূর্বদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভারতের সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১ ম্যাগনিটিউড। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত। 

একদিকে কাশ্মীরে হাড় কাঁপানো শীত, তার উপর ভূমিকম্প মানষের মধ্যে আতঙ্ক বাড়িয়েছে। প্রায়ই তুষারপাত হচ্ছে। গত এক সপ্তাহে তাপমাত্রা মাইনাসের নিচেই থাকছে এখানে। তারউপর অল্পদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে জনজীবন বিপর্যস্ত। সূত্র : নিউজ ১৮।