English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ০৯:২৩

জাপানে ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
জাপানে ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, ১১ জনের মৃত্যু

জাপানে স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। এতে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু ও আহত হয়েছেন আরও অন্তত আড়াই শতাধিক। ভয়াবহ এমন তুষারপাত আগে খুব কমই দেখেছে জাপানের মানুষ। 

বর্তমানে দেশটির উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে উদ্ধার কাজে জাপানের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

জাপানের উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি তুষারপাত হয়েছে। বাড়িতে আটকা পড়েছেন স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। সূত্র : দ্য গার্ডিয়ান ও দ্য জাপান টাইমস।