English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ১৯:২৯

'হুথি'কে ‘সন্ত্রাসী’ ঘোষণা দিতে যাচ্ছে আমেরিকা

অনলাইন ডেস্ক
'হুথি'কে ‘সন্ত্রাসী’ ঘোষণা দিতে যাচ্ছে আমেরিকা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা নিয়েছে মার্কিন সরকার। তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। 

রয়টার্স বলছে, আজই (সোমবার) আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়া হতে পারে।

আগামী ২০ জানুয়ারি যখন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তার আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হুথি আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত বাইডেনের জন্য বাড়তি ঝামেলা হিসেবে দেখা দেবে। এদিকে, হুথি আন্দোলনকে ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত রিয়ান ক্রোকার। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে স্থানীয় বাহিনীর পাশাপাশি হুথিরা আমেরিকার কৌশলগত শত্রুতে পরিণত হবে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের হুথি আন্দোলনকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে দেশটির ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এই আগ্রাসনে আমেরিকা সব রকমের সাহায্য দিচ্ছে। হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী ঘোষণা করার সিদ্ধান্তের ভেতর দিয়ে এই যুদ্ধে আমেরিকার জড়িত থাকার প্রমাণ পরিষ্কার হতে যাচ্ছে।