English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ২০:৫৮

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের সন্ধান, জানা যাবে দুর্ঘটনার মূল রহস্য

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের সন্ধান, জানা যাবে দুর্ঘটনার মূল রহস্য

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান বোয়িং ৭৩৭-৫০০ এর ব্ল্যাক বক্সের (ফ্লাইট রেকর্ডার) সন্ধান পাওয়া গেছে। এ খবর জানিয়েছে দেশটির সামরিক প্রধান জাহজান্তো বলেন, দ্রুতই সেটি পুনরুদ্ধার করা হবে। যদিও নির্দিষ্ট কোন সময়সীমা উল্লেখ করেননি। খবর ডয়চে ভেলের।

আশা করা হচ্ছে, উদ্ধার হওয়া ফ্লাইট রেকর্ডারের মাধ্যমে বিমানটি বিধ্বস্ত হওয়ার মূল রহস্য উদঘাটন হবে। এর আগে, ৬২ জন যাত্রীসহ এই বোয়িংটি জাকার্তা থেকে আকাশে ওড়ার একটু পরেই বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। পরবর্তীতে ইন্দোনেশীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিচ্ছিন্নভাবে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।

বলা হয়েছে, আজ সকালে উদ্ধারকাজে নিয়োজিত সামরিক নৌযান প্লেনটি থেকে সংকেত পায়। ডুবুরিরা সমুদ্রের ৭৫ ফুট নিচ থেকে কিছু ধ্বংসাবশেষও উদ্ধার করেছেন। খুঁজে পেয়েছেন মানুষের শরীরে অংশবিশেষ আর কাপড়।  এই দুর্ঘটনায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো শোক প্রকাশ করেছেন। বিবৃতি দিয়েছে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংও। এরই মধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে শ্রিভিজয়া।

উল্লেখ্য, ব্ল্যাক বক্স বিমানে ব্যবহৃত একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস, যেটাতে বিমানের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে, যা কোনো বিমান দুর্ঘটনার তদন্তে ব্যবহৃত হয়। এভিয়েশন বা বিমান নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে ব্ল্যাক বক্স নামে ডাকেন না, বরং তারা বলেন ফ্লাইট রেকর্ডার।