English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ১৭:৫৪

আটক সেনা ফেরত না দিলে চরম প্রত্যাঘাতের হুঁশিয়ারি চীনের

অনলাইন ডেস্ক
আটক সেনা ফেরত না দিলে চরম প্রত্যাঘাতের হুঁশিয়ারি চীনের

ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের দায়ে আটক চীনা সেনাকে দ্রুত ফেরত চাইল বেইজিং। সীমান্ত পেরিয়ে শুক্রবারই ভারতে প্রবেশ করে চীনের ওই সেনা। পরে লাদাখে প্যাংগং সো-র দক্ষিণ প্রান্তের কাছে তাকে ধরে ফেলে ভারতীয় সেনারা। শনিবার এ খবর জানায় ভারত।

এরপরই চীনের পক্ষ থেকে চরম প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভারত দ্বিপাক্ষিক বৈঠকের সমঝোতা অনুযায়ী কাজ করুক এবং দ্রুত নিরুদ্দেশ সেনাকে ফিরিয়ে দিক। না হলে সীমান্ত বিবাদ নিয়ে ফের উত্তেজনা বাড়তে পারে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক ভারত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

চীনের দাবি, ওই সেনা ভুল করে ঢুকে পড়েছে ভারতীয় ভূখণ্ডে। রাতের অন্ধকারে ভৌগলিক অবস্থান বুঝতে ভুল হয়েছে। এরপরই পিপলস লিবারেশন ফৌজের ওই সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। চীনের আরও দাবি করে, তারা আশা করছিল ভারতীয় সেনাবাহিনী ওই চীনা সেনাকে খুঁজতে সাহায্য করবে। পরে তারা জানতে পারে ভারতীয় সেনা তাকে আটক করেছে।   চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, ভারত-চীন দুপক্ষই জওয়ানের হস্তান্তর নিয়ে কথাবার্তা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ে চিন্তিত দু’পক্ষই। উল্লেখ্য, একইভাবে গতবছর ১৯ অক্টোবর এক চীনা সেনাকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে ভারতীয় সেনা। কর্পোরাল ওয়াং ইয়া লংকে পরে চোসুল-মল্ডো সীমান্তে প্রোটোকল মেনে পরে চীনকে ফিরিয়ে দেয় ভারতীয় সেনা।