English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ১৭:৩৭

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ১২ জন মারা গেছে। রোববার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড (বিএনপিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, প্রবল বর্ষণে পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়। এতে বেশ কয়েকজন মারা গেছেন। আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।