English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ১৩:১১

বিজয়ী বাইডেন, স্বস্তির নিঃশ্বাস ওয়াল স্ট্রিটের

অনলাইন ডেস্ক
বিজয়ী বাইডেন, স্বস্তির নিঃশ্বাস ওয়াল স্ট্রিটের

যুক্তরাষ্ট্রের কংগ্রেস জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন। মার্কিন নির্বাচন নিয়ে শঙ্কার মেঘ কেটে যাওয়ায় বিনিয়োগকারীরা কোম্পানির আয় ও আর্থিক তথ্যে ইতিবাচক ফলের আশা করছেন। গত বছর জুড়ে সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা প্রভাব ফেলেছিল আয় ও আর্থিক পরিসংখ্যানে। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা দূর হওয়ায় অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও নতুন বিনিয়োগে লাভের আশা করছেন বিনিয়োগকারীরা। এবছর শেয়ার মূল্যও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 

বাজার মূল্যের বিকল্প বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওরাটসের ডেটাবেজ অনুযায়ী গত মৌসুমে শেয়ারের বড় লাভের খাতগুলোতে লাভের সম্ভাবনা ছিল মাত্র ২৪ শতাংশ। স্বাভাবিক অবস্থায় এই হার ৪০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। সিটিগ্রুপের ইউএস ইকোনমিক সারপ্রাইজ সূচক অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে না পারলেও শেয়ার বাজারের মূল্য ছিল ঊর্ধগামী।

বিনিয়োগকারীদের অনেকেই এই অবস্থার পরিবর্তন ঘটবে বলে ধারণা করছেন। এই সপ্তাহে জর্জিয়ায় সিনেট নির্বাচনের পর ডেমোক্রেটদের সিনেট দখল শেয়ার বাজারে এনেছে স্বস্তি। বিনিয়োগকারীরা এখন নতুন বছরের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে অনেকটাই নিশ্চিত। নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা অনুযায়ী নতুন বছরে ট্যাক্স বৃদ্ধির পাশপাশি বাড়তে চলেছে বিনিয়োগ।