English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০২১ ১৯:০৭

উড্ডয়নের ৪ মিনিট পর নিখোঁজ হয় ইন্দোনেশিয়ার বিমানটি

অনলাইন ডেস্ক
উড্ডয়নের ৪ মিনিট পর নিখোঁজ হয় ইন্দোনেশিয়ার বিমানটি

ইন্দোনেশিয়ায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। শনিবার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের চার মিনিট পরই নিখোঁজ হয় বিমানটি।

শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ওই গন্তব্যের যাত্রাপথ ৯০ মিনিট। চার মিনিট পরই কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। 

কর্মকর্তারা জানান, বিমানটি সাগরের ওপরে ১০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে। ফলে এটি সাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয় জানাচ্ছে, নিখোঁজ বিমানটির জন্য তল্লাশি শুরু হয়েছে। শ্রীয়িজায়া এয়ার স্থানীয় বিমান অপারেটার বলছে, ওই ফ্লাইট সম্পর্কে তারা এখনও তথ্য জোগাড় করছে। বিমানটি ২৭ বছর পুরোনো একটি বোয়িং ৭৩৭-৫০০।