English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০২১ ০৯:৫২

জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না ট্রাম্প

অনলাইন ডেস্ক
জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না ট্রাম্প

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় এতথ্য নিশ্চিত করেছেন তিনি।

রীতি অনুযায়ী এই অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

ট্রাম্প টুইটে লিখেছেন, যারা জানতে চেয়েছেন, তাদের সবাইকে বলছি, আমি ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাব না। এর আগে, মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নিজের সমর্থকদের হামলার সমালোচনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ট্রাম্প।

সেখানে তিনি বলেন, কংগ্রেস একটি নতুন প্রশাসনের অনুমোদন দিয়েছে, যা আগামী ২০ জানুয়ারি অভিষিক্ত হবে। এখন আমার লক্ষ্য ক্ষমতার মসৃণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হস্তান্তর নিশ্চিত করা। এখন ক্ষত নিরাময় এবং পুনর্মিলনের সময়।