English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০২১ ০৯:৩৬

মার্কিন-কুয়েত মধ্যস্থতায় আরব দেশগুলোর সঙ্গে কাতারের সম্পর্ক স্থাপন

অনলাইন ডেস্ক
মার্কিন-কুয়েত মধ্যস্থতায় আরব দেশগুলোর সঙ্গে কাতারের সম্পর্ক স্থাপন

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির ৪১তম শীর্ষ সম্মেলন গতকাল সৌদি আরবের আল উলা শহরে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলন অনুষ্ঠিত হয় কাতারের ওপর থেকে আরব দেশগুলোর নিষেধাজ্ঞা পুরোপুরি উঠিয়ে নেয়া এবং পিজিসিসি'র সদস্য দেশগুলোর সঙ্গে কাতারের শান্তি স্থাপনের লক্ষ্যে। 

এর আগে, ২০১৭ সালের ৫ জুন থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর একযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তখন থেকে উত্তেজনা চলে আসছিল। ইরানসহ বেশ কিছু ইস্যুতে কাতারের পররাষ্ট্র নীতির প্রতি অসন্তুষ্ট হয়ে ওই দেশগুলো দোহার সাথে সম্পর্ক ছিন্ন করে ও নিষেধাজ্ঞা জারি করে। এমনকি এতে স্থল ও আকাশ পথও তারা সম্পূর্ণ বন্ধ করে দেয়।

সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য ওই চারটি আরব দেশ কাতারকে ১৩টি শর্ত দেয় তখন। এর মধ্যে অন্যতম, কাতারের আল জাজিরা টিভি চ্যানেলে ভারসাম্য আনতে হবে, ফিলিস্তিনের হামাস ও মিশরের ইখওয়ানুল মুসলিমিন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ও ইসলামি ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।  সূত্র : পার্সটুডে।