English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০২১ ০৭:৪০

বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বুশ

অনলাইন ডেস্ক
বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বুশ

মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে ডেমোক্রেটস জো বাইডেন ও কমালা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।

ফ্রাডি ফোর্ড তার এক টুইট বার্তায় বলেন, জর্জ ডব্লিউ বুশ এবং তার সহধর্মিণী আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে দেশটির রাজধানীতে ফেরার অপেক্ষায় রয়েছেন।   তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর আমাদের গণতন্ত্রের প্রতীক। এবারও তার ব্যতয় ঘটবে না।

তবে হার মানতে নারাজ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটা একটা খোঁচা মারা মন্তব্য বলে মনে করছে অনেকে। এদিকে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প অংশ নেবেন কিনা তা জানা যায়নি।