English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০২১ ০৭:২১

ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব

অনলাইন ডেস্ক
ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে গতকাল বুধবার কংগ্রেসের উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করা হয়। ঠিক এদিনই রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ সমাবেশের ডাক দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ক্যাপিটল ভবনের সামনে ট্রাম্প সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। এনিয়ে ক্যাপিটল ভবনে লকডাউন জারি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, অধিবেশন চলাকালে হঠাৎ করেই ট্রাম্প সমর্থকরা সেখানে তাণ্ডব শুরু করে। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলিও হয়েছে। অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের কারণে ওয়াশিংটন ডিসির মেয়র সংন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন।

সিএনএনের এক কর্মী জানান, তিনি ওই ভবন থেকে বের হতে পারছেন না কেননা পুলিশ জানিয়েছে ভবনটি এখন লকডাউনের আওতায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের কিছু সমর্থক ক্যাপিটল ভবনে প্রবেশ করেছে। এছাড়া অনেক সমর্থক ক্যাপিটল ভবনের দরজা, জানালা ভেঙে দিয়েছে। এতে আইনপ্রণেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে অনেক আইন প্রণেতা টুইট বার্তায় জানিয়েছেন, তারা ক্যাপিটল ভবনের ভিতরে নিরাপদে আছেন।

এর আগে হোয়াইট হাউজের সামনে র‍্যালিতে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প অঙ্গীকার করেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হার তিনি কখনোই স্বীকার করবেন না।

সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, আমরা কখনোই হাল ছাড়ব না, আমরা কখনোই স্বীকার করবো না। আমরা জালিয়াতি রুখে দিব।