English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২১ ২১:২৮

একজন যাত্রী নিয়ে উড়লো পাকিস্তানি বিমান!

অনলাইন ডেস্ক
একজন যাত্রী নিয়ে উড়লো পাকিস্তানি বিমান!

একজন যাত্রী নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নতুন রেকর্ড স্থাপন করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। গুজরাটের ওই যাত্রী পিআইএ-চার্টার্ড হাই-ফ্লাই এ ৩৩০ বিমানে চড়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে পাকিস্তানের ইসলামাবাদে যাত্রা করেন। সাত ঘণ্টার ওই যাত্রায় তিনি বিজনেস ক্লাস ক্যাবিনে একাই ছিলেন।

পিআইএ এর মুখপাত্র আব্দুল্লাহ খান জানান, ওই যাত্রীর আবেদনের প্রেক্ষিতে মানবিক দৃষ্টকোণ থেকে সরকার ওই বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়।

উল্লেখ্য, হাই-ফ্লাই এ ৩৩০ সাধারণত ৩৭১ জন যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করে থাকে। তবে করোনাভাইরাসের চলমান দ্বিতীয় ঢেউ এবং যুক্তরাজ্য থেকে যাত্রীদের জন্য ভ্রমণ বিধিনিষেধের কারণে তারা স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করতে পারছে না।