English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২১ ২০:১২

করোনা সংক্রমণ ঠেকাতে জিম্বাবুয়েতে কারফিউ শুরু

অনলাইন ডেস্ক
করোনা সংক্রমণ ঠেকাতে জিম্বাবুয়েতে কারফিউ শুরু

লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করা এবং দ্রুত হারে সংক্রমণ বৃদ্ধিতে ফের পুরনো পথে হাঁটছে জিম্বাবুয়ে সরকার। এরই মধ্যে আজ সোমবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কারফিউ শুরু হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে ভাইস প্রেসিডেন্ট কনস্টান্টিনো চিওয়েঙ্গা বলেছেন, সরকার নুতন করে সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন। তিনি বলেন, বিগত দু‘মাসে জিম্বাবুয়েতে সংক্রমণের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে।

কর্তৃপক্ষ বলছে, কার্ফু ছাড়াও শোকসভা, বিয়ের অনুষ্ঠান, ধর্মীয় প্রার্থনা, জিম এবং বার, রেস্তোরাঁয় জনসংখ্যা সীমিত করার আবেদন জানানো হয়েছে। ৩০ দিন পর পরিস্থিতির পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত।