English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৯:৫৬

এডেনে বোমা হামলার পর সানা বিমানবন্দরে সৌদি হামলা

অনলাইন ডেস্ক
এডেনে বোমা হামলার পর সানা বিমানবন্দরে সৌদি হামলা

ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সানা বিমানবন্দর ছাড়াও ওই প্রদেশের সানহান ও রাইমা হামিদা এলাকাতেও রাতভর বিমান হামলা চালিয়েছে সৌদি জোট বাহিনী।

হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি। সানা বিমানবন্দর হুথি আনসারুল্লাহ সমর্থিত ন্যাশনাল সেলভেশন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগেও বহু বার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।

একটি সূত্র জানিয়েছে, রাতভর আটবারের বেশি বিমান হামলা চালানো হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের প্রধান বিমানবন্দর এডেনে ভয়াবহ বোমা হামলার কয়েক ঘণ্টা পর সানায় বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট। 

এডেন বিমানবন্দরে গুলি ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। বুধবার দেশটির নতুন সরকার বিমানবন্দরে পা রাখা মাত্রই একাধিক বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এ সময় সেখানে ছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, দেশটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতসহ নতুন মন্ত্রীরা। হামলার পরপরই তাদের অক্ষত অবস্থায় মাশেক প্রেসিডেন্সিয়াল প্যালেসে সরিয়ে নেওয়া হয়। তবে তারা প্যালেসে প্রবেশের কয়েক ঘণ্টা পর ওই এলাকায় আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিমানবন্দরে এভাবে হামলাকে বিশ্বাসঘাতকতা এবং কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন ইয়েমেনের সৌদি সমর্থিত নতুন সরকারের প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক। 

তবে এডেনে কে বা কারা হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়। হুথি আনসারুল্লাহ বলেছে, এডেনে হামলার সঙ্গে তারা জড়িত নন।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।