English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০ ২২:৪৬

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত

অনলাইন ডেস্ক
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত

পরপর একাধিক বোমা বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। শনিবার এসব বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন দুই পুলিশসহ এক পথচারী। 

পুলিশের মুখপাত্র ফিরদৌস ফারামার্জ জানান, উত্তর কাবুলে পুলিশের গাড়িতে একটি ম্যাগনেটিক বোমা লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এতে বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হন এক পথচারী। অন্যদিকে দক্ষিণ কাবুলেও একই কায়দায় হামলা চালানো হয়। সেখানে আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, তৃতীয় বিস্ফোরণটি হয় পূর্ব কাবুলে। যদিও কোনও হতাহতের খবর নেই। তবে শহরের অন্যত্র আরও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর আসে। এর বিস্তারিত খবর পুলিশের হাতে এখনও আসেনি। সূত্র: আল-জাজিরা