English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০ ১১:১৫

আবারও লকডাউনে ভুটান

অনলাইন ডেস্ক
আবারও লকডাউনে ভুটান

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ভুটানে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে আগামী সাত দিন এই লকডাউন কার্যকর থাকবে। দেশটির সরকার গতকাল মঙ্গলবার এই লকডাউনের ঘোষণা দেন। 

ভুটানের প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে বলা হয়েছে, ‘থিম্পু, পারো, লামোইঝিংখায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। মঙ্গলবার সকালেই আন্তঃরাজ্য যাতায়াত বন্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জাতীয় কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স আরও কড়া নিয়ম জারি করতে চাইছে। 

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটা জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকেরদ চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।’ লকডাউন সাতদিন পর্যন্ত চালু থাকবে নাকি আরও বাড়বে, এ ব্যাপারে দেশটির সরকারি বিবৃতি বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের গতিপ্রকৃতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভুটানে এ পর্যন্ত ৪৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। তবে এ পর্যন্ত দেশটিতে করোনায় একজনেরও মৃত্যু হয়নি।