English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০ ২২:৩৯

যুক্তরাজ্যে একদিনে করোনা আক্রান্তে রেকর্ড

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে একদিনে করোনা আক্রান্তে রেকর্ড

যুক্তরাজ্যে করোনাভাইরাসে নতুন করে রেকর্ড সংখ্যক ৩৫ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছেন। একদিনে সর্বাধিক সংখ্যক করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও ৩২৬ জন। যা শনিবারে ছিল ৫৩৪ জন এবং শুক্রবার ছিল ৪৮৯ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭ হাজার ৪০১ জনে।

অন্যদিকে গত শনিবার নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২৭ হাজার ৫২ জন এবং শুক্রবার ছিল ২৮ হাজার ৫০৭ জন। স্থানীয় সময় সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৩ হাজার ৯৪৭ জন। (দ্যা সান) এদিকে যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত শনিবার থেকে টিয়ার-৪ লকডাউন ঘোষণা করা হয়েছে। লন্ডনসহ দেশের এক তৃতীয়াংশ অঞ্চলজুড়ে এই লকডাউন কার্যকর রয়েছে।