English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ০৯:২০

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে চার স্তরের বিধিনিষেধ

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে চার স্তরের বিধিনিষেধ

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবেলায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে চার স্তরের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রবিবার সকাল থেকে লন্ডন, সাউথ ইস্ট ইংল্যান্ড এবং ইস্ট অফ ইংল্যান্ড চার স্তরের নিষেধাজ্ঞার আওতায় আসবে। 

বিধিনিষেধ ওই অঞ্চলের বাসিন্দাদের অবশ্যই বাড়িতে থাকতে হবে। অত্যাবশ্যকীয় নয়- এমন পণ্য সামগ্রী বিক্রিকারী দোকানপাঠ এবং ইনডোর জিমগুলি বন্ধ থাকবে। জনসাধারণকে বাসা থেকে কাজ করতে উৎসাহিত করা হয়েছে। চার স্তরের নিষেধাজ্ঞার অঞ্চল গুলোতে প্রবেশ বা ছেড়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে। তবে উপাসনালয় খোলা থাকবে। এই বিধিনিষেধ নভেম্বরে ইংল্যান্ডে জারিকৃত লকডাউনের সমতুল্য বলে মন্তব্য করেছেন বরিস জনসন।

এই বিধিনিষেধ আগামী দুই সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।