English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৮ ১৬:৩৩

সৌদি যুবরাজ এবার ওয়াশিংটন যাচ্ছেন

অনলাইন ডেস্ক
সৌদি যুবরাজ এবার ওয়াশিংটন যাচ্ছেন

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান মিসর ও ব্রিটেনের পর এবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সঙ্গে ট্রাম্পের আগামী ২০ মার্চ তার দেখা হতে পারে। সোমবার এ কথা হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হুকাবী স্যান্ডার্স জানিয়েছেন।   মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্যান্ডার্স বলেন, ‘প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন।’

প্রসঙ্গত, সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ বিন সালমান এমন সময় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন যখন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হতে যাচ্ছে।

এর কয়েক দিন আগেই ব্রিটেন ও মিসর সফর করেছেন ৩২ বছর বয়সী এই যুবরাজ। তার বাবা সালমান বর্তমানে সৌদি বাদশা হলেও তিনিই কার্যত সব কিছু নিয়ন্ত্রণ করছে বলে মনে করা হচ্ছে