English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭ ১৫:৩১

ব্রিজ থেকে নদীতে বাস, নিহত ২৭

অনলাইন ডেস্ক
ব্রিজ থেকে নদীতে বাস, নিহত ২৭

ভারতের রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এরপর ক্রেনের সাহায্যে নদী থেকে বসটি তোলা হয়৷

শনিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা দিকে এ দুর্ঘটনাটি ঘটে। রাজস্থানের সওয়াই মাধোপুরে একটি ব্রিজ থেকে নদীতে উল্টে পড়ে যায় পর্যটক বোঝাই বাসটি। নিহতদের বেশিরভাগই মহিলা ও শিশু বলে জানা যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা করেছে, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়৷ তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তারা৷ পুলিশের এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত ২৭টি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ উদ্ধারকাজ চলছে৷ জীবিত ব্যক্তির খোঁজে অভিযান চলছে৷ সব বেসরকারি হাসপাতালকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ভর্তি নেওয়ার আবেদন জানানো হয়েছে।