English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭ ১৫:৩০

নিজের ভাইয়ের মৃত্যুর খবর পড়লেন উপস্থাপক

অনলাইন ডেস্ক
নিজের ভাইয়ের মৃত্যুর খবর পড়লেন উপস্থাপক

সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হুথি বিদ্রোহীদের কাছে বন্দি অবস্থায় না ফেরার দেশে ইয়েমেনের নাগরিক আমিন (২৮)। আর সেই খবর পড়ে দর্শকদের শোনাতে হলো তারই ভাই একটি টিভি চ্যানেলের উপস্থাপক মোহাম্মেদ আল-ধাবায়ানিকে।

নিজের মুখে ভাইয়ের এমন মৃত্যুর খবর জানানো যে কত কঠিন ছিল তা তার চোখ-মুখে ফুটে উঠে। এ সময় তার কণ্ঠ কেঁপে উঠছিল। চোখ ছল ছল করছিল তার। তবে সব আবেগ উপেক্ষা করেও তিনি থেমে থেমে বিমান হামলায় ভাইয়ের মৃত্যুর খবর দর্শকদের জানান। বিবিসি জানায়, ধাবায়ানি সাংবাদিক এবং হুথি বিরোধী বলে তার ভাই আমিনকে গত আগস্টে ধরে নিয়ে যায় বিদ্রোহীরা। পেশায় তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার। একই সঙ্গে ধরে নিয়ে যাওয়ার তাদের আরেক ভাই মানুনকে। তবে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। ধরে নিয়ে যাওয়ার বিদ্রোহীরা তাদের পরিচালিত একটি মিলিটারি ক্যাম্পে আমিনসহ অনেককে আটকে রাখে। গত সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের সরকারি জোট রাজধানী সানায় অবস্থিত ওই ক্যাম্পে বিমান হামলা চালায়। এতে আমিনসহ আরো অনেকে নিহত হন। সেই নিহতের সংবাদ সৌদি থেকে পরিচালিত ইয়েমেনের টিভি চ্যানেল সুহালিতে প্রচার করছিলেন আমিনের ভাই ধাবায়ানি।