English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭ ১১:১৪

উবার চালক ও যাত্রীর এসএমএস ভাইরাল

অনলাইন ডেস্ক
উবার চালক ও যাত্রীর এসএমএস ভাইরাল

আমি এসেছি। শুনে খুশি হলাম, কারণ আমার বেশ কঠিন সময় যাচ্ছে। যাহোক আমার ফোনে সেভ করা নম্বরগুলো মুছে গেছে। তো আপনি কে আমি জানতে পারি? আমি উবার ড্রাইবার। আপনি কল দিয়েছিলেন তাই আপনাকে নিতে এসেছি। ওহ, তাই বুঝি!

মোবাইল ফোনের একটি টেক্সট মেসেজের (এসএমএস) স্ক্রিনশট ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। উপরে সেই মেসেজের সংলাপগুলো দেওয়া হলো। চ্যাট থ্রেডের প্রথম মেসেজটি চালকের আর দ্বিতীয়টি যাত্রীর। ১৪ ডিসেম্বর এক টুইটার ব্যবহারকারী এই স্ক্রিনশটটি পোস্ট করেন।

পরে এটি হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদি মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। টুইটারে ওই পোস্টে ৬ লাখের বেশি লাইক পড়েছে এবং শেয়ার হয়েছে ২ লাখ বারের বেশি। তবে অনেকে এই মেসেজের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, যাত্রী যদি ঘরে বসেও কল দেন তবুও উবার ড্রাইবার যাত্রীর বাড়ির বাইরে এসে তার ফোনে কল দিবেন, এসএমএস পাঠাবেন না। আবার অনেকে বলেছেন, এটা যদি মিথ্যাও হয় তবুও বেশ মজা পেয়েছি। এ কারণে সবার সঙ্গে শেয়ার করেছি। তবে উবার এখনো এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি।