English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭ ১১:১৩

গৃহহীনদের হয়রানির অভিযোগে নিরাপত্তা রোবট প্রত্যাহার!

অনলাইন ডেস্ক
গৃহহীনদের হয়রানির অভিযোগে নিরাপত্তা রোবট প্রত্যাহার!

মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রোবট। তবে এ রোবটের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগে প্রকাশ, রোবটটি নিরাপত্তা যতখানি দিতে পেরেছে তার চেয়ে বেশি হয়রানি করছে। গৃহহীন ব্যক্তিরা অভিযোগ করছেন, রোবটটি গৃহহীনদের বেশি হয়রানি করছে। আর এ অপরাধে রোবটটিকে কাজ থেকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে সে এলাকায় রোবটটিকে টহলের কাজে নিয়োজিত করা হয় কয়েকটি উদ্দেশ্যে। সান ফ্রান্সিসকো সোসাইটি জানিয়েছে তারা যেসব উদ্দেশ্যে রোবটটিকে নিয়োগ করেছিল, তার মধ্যে ছিল প্রাণীদের প্রতি সহিংসতা নিরসন, নিরাপত্তা বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ ও উচ্ছৃঙ্খলতা প্রতিরোধ। সান ফ্রান্সিসকো সোসাইটির প্রেসিডেন্ট ড. জেনিফার স্কারলেট জানিয়েছেন, রোবটটি মোতায়েনের উদ্দেশ্য ছিল না গৃহহীন লোকদের বিরক্ত করা। তবে মোতায়েনের পর রোবটটিকে দেখা যায় গৃহহীন লোকদের বিরক্ত করতে। রাস্তায় ও ঘরবাড়ি ছাড়া পাবলিক স্পেসে বসবাসকারী কয়েকজন অভিযোগ করেন তারা এ রোবটটির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। রোবটটির বিরুদ্ধে কয়েকদিনে শতাধিক অভিযোগ করেন তারা। এরপর কর্তৃপক্ষ উপায় না দেখে রোবটটিকে প্রত্যাহার করে নেয়। সূত্র : ইনডিপেনডেন্ট