English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭ ১৩:০৬

ফিলিস্তিনি ধনকুবের মাসরি সৌদি আরবে আটক

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি ধনকুবের মাসরি সৌদি আরবে আটক

ফিলিস্তিনি ধনকুবের সাবিহ আল মাসরিকে রিয়াদ থেকে আটক করেছে সৌদি আরব।  ব্যবসার কাজে রিয়াদে এক সফরে গিয়েছিলেন তিনি।

এরপর তাকে আটক করা হয় বলে জানিয়েছে আলজাজিরা।  ৮০ বছর বয়সী সাবিহ জারা ইনভেস্টমেন্ট হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা এবং আরব ব্যাংকের চেয়ারম্যান। রাই আল ইউন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি। তিনি সৌদি আরব এবং জর্ডানেরও নাগরিক।  সূত্র : রয়টার্স